জনাব মো: আসিফুর রহমান
নির্বাহী প্রকৌশলী
জনাব মো: আসিফুর রহমান ০১ মার্চ, ২০২২ খ্রি. তারিখ নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গাজীপুর-এ নির্বাহী প্রকৌশলী পদে যোগদান করেন। এই পদে যোগদানের পূর্বে তিনি নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাঙ্গামাটি-এ নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জনাব মো: আসিফুর রহমান ২০১২ সালে সহকারী প্রকৌশলী হিসেবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে যোগদান করেন। তিনি একজন দক্ষ ও চৌকষ প্রকৌশলী হিসেবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাঠ পর্যায়ে বিভিন্ন জেলায় অত্যন্ত সুনামের সাথে তাঁর দায়িত্ব পালন করেছেন।
তিনি ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (DUET) এর পুরকৌশল বিভাগ হতে বিএসএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ার ডিগ্রি অর্জন করেন। তিনি Foundation, PPR, EGP ইত্যাদি প্রশিক্ষণ কোর্স সফলতার সাথে সম্পন্ন করেন।
তাঁর স্ত্রী ডা. সানজানা আনাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন সহকারী সর্জন। তিনি বর্তমানে নিউরো সাইন্স হাসপাতালে কর্মরত আছেন। পারিবারিক জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস